সেন্টমার্টিন দ্বীপ ভ্রমন ১ম পর্ব | Saint Martin Island Travel Guide । chera dip । Cox’s Bazar vlog
সকাল ৯ টায় সেন্ট মার্টিনের শিপে উঠলে দুপুর ১২ টার মধ্য সেন্ট মার্টিনে নামিয়ে দিবে(২ ঘণ্টা+ লাগে)। সেন্ট মার্টিনের আসল মজা একরাত না থাকলে উপভোগ করা সম্ভব নয়। সেক্ষেত্রে ১ম দিন সেন্ট মার্টিন দ্বীপে ঘুরবেন, পরের দিন সকাল ভোরে ছেঁড়া দ্বিপ ঘুরে ১২ টার মধ্য ফিরে বিকাল ৩ টার শিপ ধরবেন।
সেন্টমার্টিনে হোটেল এবং শিপ রিজার্ভ করার কনটাক্ট নাম্বারের বিস্তারিতঃ https://youtu.be/sCdnztDqpIY
যেখানে যেখানে ঘুরবেনঃ
১) সেন্টমার্টিন পুরো দ্বীপ
২) ছেড়াদ্বীপ
কোথায় খাবেনঃ সমুদ্রে গেলে সাধারনত সি ফুড খাওয়াই উত্তম। সেন্টমার্টিন বাজারে, বিচের পাড়ে, যে রিসোর্টে / হোটেলে থাকবেন যেখানেই সুযোগ পাবেন সামুদ্রিক মাছ ট্রাই করবেন। কোরাল মাছ বার বি কিউ বেস্ট, রুপচাদা, রেড স্ন্যাপার, লইট্টা ফ্রাই, টুনা ফিশ,কাঁকড়া ইত্যাদি ট্রাই করতে পারেন তবে খাবার আগে অবশ্যই দামাদামি করে নিতে ভুলবেন না কারণ দামাদামি করে না খেলে অনেক বেশি চার্জ করবে ।
এবার দেখাযাক সেন্ট মার্টিন’স দ্বীপে ১ রাত থাকলে অর্থাৎ ২ দিন ৩ রাতের জন্য সর্বনিম্ন কত খরচ হতে পারেঃ নন এসি বাসে যাওয়া আসার খরচ = ১৮০০ টাকা
শীপের সর্বনিম্ম টিকেট = ৫৫০ টাকা (আপ-ডাউন)
প্রতিবেলা মেইন ফুড ২ দিন(সর্বনিম্ম ) = ১৬০ * ৩ = ৪৮০ টাকা(ভালো মানের খাবার খেলে আরো বাড়বে) নাস্তা ২ দিন = ১০০ টাকা
হোটেল খরচ ১০০০*১ রাত = ৫০০ টাকা ( ২ জন শেয়ার , ১ জন ৫০০ টাকা )
ছেঁড়া দ্বীপে জাওয়ার জন্য ট্রলার ভাঁড়া – ২০০ টাকা
সাইকেল ভাড়া প্রতি ঘন্টা = ৫০ টাকা
যাওয়া আসার সময় রাতের খাবার = ১৬০*২=৩২০(ভালো মানের খাবার খেলে আরো বাড়বে)
ভ্যান ভাড়া = ২০০ টাকা (হোটেল যাওয়া আবার ফেরার দিন শীপে নেয়া আপডাউন – আপনি যদি পূর্ব বীচে থাকেন তাহলে ভ্যান ভাড়া লাগবে না তাই এই খরচ বাদ দিলাম)
(বাজেট কম থাকলে ঢাকা থেকে খাবার খেয়ে উঠবেন কারণ যাত্রা বিরতিতে খাবারের মূল্য অনেক বেশি – কুমিল্লায় হোটেলে খেলে সর্বনিম্ন = ৩০০ * ২ = ৬০০ টাকা )
সর্বমোট খরচ ৩ রাত ২ দিনের জন্য = ৪০০০ /= টাকা(ব্যক্তিগত হিসাব বাদে সর্বনিম্ন খরচ)
বিঃদ্রঃ- যেকোন প্রকার ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। সেন্টমার্টিন যাওয়ার আগে আবহাওয়ার খোজ খবর নিয়ে যাবেন।
#saint_martin
#saint_martin_tour
#saint_martin_vlog
Drone Credit : ALTITUDE AERIAL
Darun Laglo,,, very Informative ?
amrao jabo asha kori ,,, amrao Travelling place gulor upor video shuru korechi,,,
#Happy_Travelling
Kintu chera dip to dakhalen na
Boraborer moto shundor akta video upohar dilen. Ai jonnoi apnader video amar onek valo lage. Jaoyar age Onek kisu jene buje tar por jaoya jay
Vai march maser 1 tarik theke naki saint martine a thaka jabe na….??
valo laglo